ভরসংখ্যা কাকে বলে

 

ভরসংখ্যা কাকে বলে



ভর সংখ্যা: ভরসংখ্যা হলো মূলত সমগ্র পরমানুর ভর। পরমানুর মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি মৌলিক কণিকার ভর আপেক্ষিক ভাবে বিবেচনা করা হয় । 

যেহেতু ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শুণ্য তাই পরমানুর ভর বলতে প্রোটন ও নিউট্রনের ভরের যোগকেই বোঝায়। 


অর্থ্যাৎ যদি বলা হয় ভরসংখ্যা কাকে বলে তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি  প্রোটন সংখ্যা ও নিউট্রনের সংখ্যার যোগফলই হলো ভর সংখ্যা।


যদি 

ভরসংখ্যাকে A,প্রোটন সংখ্যাকে Z, নিউট্রন সংখ্যাকে দ্বারা প্রকাশ করা হয় তবে-

ভরসংখ্যা(A)=প্রোটনসংখ্যা(Z)+ নিউট্রন সংখ্যা (N)


ভরসংখ্যা কাকে বলে


উদাহরণ:
সোডিয়াম এর ভরসংখ্যা হলো 23 যেখানে প্রোটন আছে 11 টি নিউট্রন আছে 12 টি ।

ভরসংখ্যা কাকে বলে










Next Post Previous Post