দাদ হলে কি সাবান ব্যবহার করা যায়

দাদ হলে কি সাবান ব্যবহার করা যায়


দাদ(Ringworm) হলো মূলত একটি ফাঙ্গাল ইনফেকশন যা Trichophyton, Microsporum, Epidermophyton প্রজাতির ছত্রাক দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এটি প্রধানত ক্যারাটিন-সমৃদ্ধ টিস্যুতে (ত্বক, চুল, নখ) সংক্রমণ ঘটায়।



দাদ হলে কি সাবান ব্যবহার করা যায়? 

না। দাদ হলে সাবান ব্যবহার না করাই ভালো। সাবান ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক বা সংবেদনশীল হয় যা ইনফেকশন আরও বাড়িয়ে দিতে পারে। মূলত নিম্নক্ত কারণে দাদ হলে সাবান ব্যবহার উচিৎ নয়। যথা-


১. সাবানের ক্ষারধর্মীতা ফাঙ্গাসের বৃদ্ধি ঘটিয়ে সংক্রমণ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে সাধারণ সাবানগুলোর pH স্তর ৯-১০, যা ত্বকের স্বাভাবিক pH (৪.৫-৫.৫) এর তুলনায় বেশি। ত্বকের স্তরের অম্লীয় প্রকৃতি ত্বকে ছত্রাকের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে আর  ক্ষারীয় সাবান ব্যবহারে এই স্তর ধ্বংস হয়। ফলে ত্বকের প্রতিরক্ষামূলক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, যা ফাঙ্গাসকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে।


২. সাবান ত্বকের প্রাকৃতিক তেল (Sebum) কে ক্ষতিগ্রস্থ করার কারণে  ত্বক সহজেই শুষ্ক হয়ে যায় যা ত্বকের রক্ষা স্তরকে দুর্বল করে দেয় এবং ফাঙ্গাস সহজেই গভীরে প্রবেশ করতে পারে।


৩. ঘন ঘন সাবান ব্যবহার করলে ত্বকের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। বিশেষ করে সাবানে ব্যবহৃত কিছু শক্তিশালী রাসায়নিক উপকরণ  যেমন সোডিয়াম লরাইল সালফেট, প্যারাবেন ইত্যাতি ত্বককে আরও বেশি সংবেদনশীল করে তোলে। এতে ত্বক রক্ষা সিস্টেম দুর্বল হয় এবং ফাঙ্গাসের বৃদ্ধি ত্বরান্বিত হয়।


৪. দাদ হলে আমরা অনেকেই মনে করি গরম পানির সাথে সাবান ব্যবহার করলে দ্রুত ভালো হবে। কিন্তু বিষয়টা সম্পূর্ণই বিপরীত। গরম পানির সাথে সাবান ব্যবহার করলে সমস্যা আরও বাড়ে। কারণ কিছু Hydrophilic (পানিপ্রিয়) ছত্রাক গরম ও আর্দ্র পরিবেশেই বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি অনুকূল পরিবেশে পায়।
 
 

Previous Post