অক্সালিক অ্যাসিড এর সংকেত

 

অক্সালিক অ্যাসিড এর সংকেত


অক্সালিক অ্যাসিড (C₂H₂O₄): অক্সালিক অ্যাসিড হলো একটি দ্বি মৌলিক (dicarboxylic) জৈব এসিড অ্যাসিড অক্সালিক এসিড এর সংকেত হলো   

(C₂H₂O₄) বা HOOC-COOH 

জলীয় দ্রবনে এটি হাইড্রোজেন আয়ন দান করে সাধারণত  (COO⁻)₂ +2H⁺ আকারে বিচ্ছিন্ন অবস্থায় থাকে

 

অক্সালিক অ্যাসিড (C₂H₂O₄) এর ভৌত অবস্থা:

এর আণবিক ভর৯০.০৩ g/mol এবং গলনাঙ্ক প্রায় 

১৮৯-১৯১°C এটি সাধারণত সাদা স্ফটিকাকার 

কঠিন পদার্থ এবং পানিতে সহজেই দ্রবীভূত হয়।

 

অক্সালিক অ্যাসিড তীব্র টক এবং বিষাক্ততাই 

খাওয়া বিপজ্জনক। অক্সালিক অ্যাসিড বিভিন্ন 

ধাতুর সাথে বিক্রিয়া করে অক্সালেট লবণ যেমনক্যালসিয়াম অক্সালেট তৈরি করে যা কিডনিতে 

পাথর সৃষ্টি করতে পারে 

 

অক্সালিক অ্যাসিডের ব্যবহার


১. বিভিন্ন ধাতব পদার্থের মরিচা  দাগ পরিষ্কার করার  জন্য অক্সালিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে


২.  কাপড় ব্লিচিং,  চামড়া  ইত্যাদি প্রক্রিয়াকরণ করতে  অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়


৩. ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ও ল্যাবরেটরিতে বিভিন্ন জৈব যৌগের সংশ্লেষণে অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়


Next Post Previous Post