ব্যাপন ও নিঃসরণ এর পার্থক্য

 

ব্যাপন ও নিঃসরণ এর পার্থক্য



ব্যাপন ও নিঃসরণ এর পার্থক্য 

আমরা ব্যাপন ও নিঃসরণ এর সংজ্ঞা থেকে খুব সহজেই ব্যাপন ও নিঃসরণ এর পার্থক্য বুঝতে পারবো।

ব্যাপন : কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকেই ব্যাপন বলে। যেমন : পানিতে চিনির দানার মিশে যাওয়া বা বাতাসে সুগন্ধি ছড়িয়ে পড়াও হলো ব্যাপন।

নিঃসরণ : সূক্ষ্ম ছিদ্রপথে উচ্চচাপ অঞ্চল থেকে কোনো গ্যাসের নিম্নচাপ অঞ্চলে সজোরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে। যেমন : বাসায় ব্যাবহৃত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হওয়াটা হলো নিঃসরণ।

উপরোক্ত সংজ্ঞা গুলো হতে আমরা সহজেই ব্যাপন ও নিঃসরণ এর নিম্নক্ত পার্থক্য নির্ণয় করতে পারি :


১. কঠিন, তরল,বায়বীয় তিন ধরণের পদার্থের ক্ষেত্রেই ব্যাপন হতে পারে। অপরদিকে নিঃসরণ কেবল গ্যাসিয় পদার্থের ক্ষেত্রে পরিলক্ষিত হয়।


২. ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কিন্তু নিঃসরণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়।


৩. ব্যাপন এর ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। কিন্তু নিঃসরণ এর ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে।


৪. ব্যাপন একটি ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া কিন্তু নিঃসরণ একটি দ্রুত গতির প্রক্রিয়া


৫. ব্যাপন এর ক্ষেত্রে বাহ্যিক কোনো বাধা থাকে না। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে পাতলা পর্দা বা অন্যকিছু বাধা হিসাবে থাকে যার মধ্যে সূক্ষ্ম ছিদ্র পথে নিঃসরণ হয়।


উপরোক্ত পাঁচটি ব্যাপন ও নিঃসরণ এর পার্থক্য হতে আমরা ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে ধারণা পাই।


Next Post Previous Post